পদপিষ্ট হওয়ার ঘটনায় শোকবার্তা পোস্ট আল্লুর, মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস

0
1

‘পুষ্পা টু’ (Pushpa 2) সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun)। প্রদর্শনীতে দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। তাঁর পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন অভিনেতা। পাশাপাশি আহত শিশুর চিকিৎসার সব খরচও বহন করবেন বলে জানিয়েছেন ‘পুষ্পা’।

দেশজুড়ে প্রথম দিনের বক্স অফিস কালেকশনে সর্বকালীন রেকর্ড তৈরি করেছে ‘পুষ্পা টু’ (Pushpa 2)। পিছনে ফেলে দিয়েছেন জুনিয়র এনটিআর থেকে শাহরুখ খান প্রত্যেককেই। এবার অভিনেতার মানবিক রূপ দেখতে পেলেন ফ্যানেরা। বুধবার হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২: দ্য রুল’ ছবির প্রদর্শনী ঘিরে ভিড় উপচে পড়ে। অভিনেতা হাজির হতেই তাঁকে দেখার জন্য ভিড় বাড়তে থাকে আর তখনই ঘটে যায় দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করে আল্লু লেখেন, ‘সন্ধ্যা থিয়েটারের ঘটনায় মর্মাহত আমি। এই কঠিন সময়ে শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই। আমি কথা দিচ্ছি, আপনারা একা নন। এই যন্ত্রণা আপনাদের একার যন্ত্রণা নয়। আমি ব্যক্তিগত ভাবে দেখা করব পরিবারের সঙ্গে। এই সময় তাঁদের শোকজ্ঞাপনের। সেই আবহেও বলছি, এই কঠিন সময়ে আমি পাশে আছি সবরকমের সাহায্যের জন্য’।