প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। কিন্তু ভাবেননি এমন পরিণতি হবে।শেষ পর্যন্ত চড়াও হল একদল দুষ্কৃতী। আর তাদের গুলিতে মৃত্যু হল এক ব্যবসায়ীর। দিল্লির রাস্তায় প্রকাশ্যে তাকে গুলি করা হয়েছে।প্রত্যজ্ঞদর্শীরা জানিয়েছেন, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বাইকে করে দু’জন পিছন দিক থেকে এসে তাকে লক্ষ্য করে গুলি চালান। পর পর সাত থেকে আট রাউন্ড গুলি চালানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন থেকে চারটি গুলি ব্যবসায়ীর শরীরে বিধেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।উত্তর-পূর্ব দিল্লির শাহদরা এলাকার ঘটনা।নিহতের নাম সুনীল জৈন (৫২)। বাসনপত্রের ব্যবসা ছিল তার। জানা গিয়েছে, যমুনা স্পোর্টস কমপ্লেক্সের রাস্তা দিয়ে শনিবার সকালে হেঁটে যাচ্ছিলেন সুনীল। প্রতি দিন নিয়ম করে প্রাতর্ভ্রমণে বেরোতেন। আচমকা তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।কেন গুলি চালানো হল তা বলতে পারছেন না পরিবারের সদস্যেরাও।গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে বাইক নিয়ে পালায় দুষ্কৃতীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাতসকালে আচমকা গুলির শব্দে চমকে ওঠেন সকলে। ঘটনাস্থলে গিয়েছে ফরস বাজার থানার পুলিশ। তারা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।পথেই তাঁর মৃত্যু হয়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ। রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। কারও সঙ্গে প্রৌঢ়ের শত্রুতার কথা তারা বলতে পারছেন না। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।