বিদ্যুৎ বিল বাঁচাতে রাজ্যের আরও এক হাজার স্কুলে সৌর প্যানেল বসাবে রাজ্য

0
1

বিকল্প শক্তির ব্যবহারে উৎসাহ দিতে রাজ্যের আরও এক হাজার স্কুলের ছাদে সৌর প্যানেল বসাবে রাজ্য সরকার। শিক্ষা দফতর ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে । জেলাগুলির কাছ থেকে উপযুক্ত স্কুলের তালিকা চেয়ে পাঠানো হয়েছে।শর্ত হিসেবে বলা হয়েছে প্রস্তাবিত স্কুল ভবনে ১০০০ বর্গফুট ছায়াবিহীন ছাদ থাকতে হবে। দক্ষিণ দিকে বড় কোনও বিল্ডিং বা বড় গাছ থাকলে চলবে না কংক্রিটের পোক্ত ছাদ, স্থায়ী সিঁড়ি, পর্যাপ্ত জলের ব্যবস্থা আছে এমন স্কুল ভবনে সৌর প্যানেল বসানো যাবে। কলকাতা থেকে ৪৫টি স্কুল, দক্ষিণ ২৪ পরগনার ৮৮টি  স্কুলকে ইতিমধ্যেই মনোনীত করা হয়েছে। এর আগেও ধাপে ধাপে কয়েক হাজার স্কুলে এই প্যানেল বসানো হয়েছে।

প্রসঙ্গত, বিদ্যুৎ খরচ কমাতে রাজ্য সরকার আরও বেশি করে সৌর শক্তির উপরে জোর দিচ্ছে l  তথ্য প্রযুক্তি দফতরের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, এইজন্যে ৭৪ কোটি ২৩ লক্ষ টাকা খরচ করে ৬ হাজার ৮৪৪টি বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্যানেল চালু হলে ৩৫ কোটি টাকা বিদ্যুৎ বিল বাঁচবে বলে তিনি জানান।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.