মেরামতির কাজের জন্য বন্ধ থাকছে টালা ট্যাঙ্ক! কোন কোন অঞ্চলে মিলবে না জল?

0
3

মেরামত করা হবে টালা ট্যাঙ্ক! তার জন্য বিঘ্ন ঘটতে চলেছে শহরের জল সরবরাহে। কোন কোন অঞ্চলে জল পাওয়া যাবে না বলেও জানিয়ে দেওয়া হল পুরসভার তরফে।

শুক্রবার কলকাতা পুরসভার দফতরে দীর্ঘক্ষণ বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। ওই বৈঠকেই বলা হয়, আগামী ১৪ তারিখ সকালে টালা ট্যাঙ্কের মেরামতি করার জন্য এক বেলা জল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসংস্থা। এর ফলে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় জলের সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মেয়র জানান, ‘১৫ তারিখ সন্ধ্যাবেলা জল বন্ধ থাকবে। ফলে উত্তর কলকাতা, উত্তর মধ্য কলকাতা এবং সল্টলেকের বেশ কয়েকটি অঞ্চলে ব্যাহত হবে জল পরিষেবা।

আরও পড়ুন- যতদিন বাঁচব কাজ করে যাব: দৃপ্ত বার্তা মুখ্যমন্ত্রীর