কাঁদানে গ্যাস, লাঠির আঘাত! কৃষকদের দমাতে সবরকম বল প্রয়োগ

0
3

কৃষকদের মিছিল পুলিশ আটকে দিল হরিয়ানার শম্ভু সীমানায় (Shambhu border)। শুরু হয় সংঘর্ষ। কৃষকদের পক্ষ থেকে চলে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা। পুলিশ কাঁদানে গ্যাসের (tear gas) শেল ফাটাতে থাকে। এখনও পর্যন্ত আহত হয়েছেন ৬ জন। বন্ধ হয়ে গিয়েছে কৃষকদের মিছিল।

শম্ভু সীমান্তে কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের জানিয়েছেন, “এখন ১০১ জন কৃষকের ‘জ্যাঠা’ ৮ ডিসেম্বর দুপুর ১২ টায় দিল্লির উদ্দ্যেশ্যে যাত্রা করবে। আগামিকাল কেন্দ্রীয় সরকারের (Central Government) সঙ্গে আলোচনার জন্য দিনটি রাখা হয়েছে। তারা বলেছে যে আলোচনার জন্য তারা প্রস্তুত। আমরা আগামিকাল পর্যন্ত অপেক্ষা করব, আমরা সরকারের সঙ্গে সংঘাত হোক তা চাই না। আমরা শান্তিপূর্ণ থাকব।”

অশান্তির আশঙ্কায় একাধিক স্পর্শকাতর এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট (internet) পরিষেবা। কৃষকদের মিছিল থেকে বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ। একসঙ্গে একাধিক মেসেজ পাঠানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।