লেগাসি! বাম আমলের ধার শোধ করেও কটাক্ষ শোনার আক্ষেপ মুখ্যমন্ত্রীর

0
3

কেন্দ্রের সরকার বাংলার উপর বঞ্চনার যে পাহাড় চড়িয়েছে তাতে বিচলিত হননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বারাবার সেই দাবি আদায়ের চেষ্টা করলেও পূর্ববর্তী বাম আমলের দেনা শোধ নিয়ে তাঁকে কোনও অভিযোগ করতেই শোনা যায়নি। পূর্বসুরির ধার শোধকে ‘লেগাসি’ (legacy) কটাক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রীর। নিউজ এইট্টিন বাংলার সাক্ষাৎকারে পেশ করলেন পাহাড় প্রমাণ দেনার তথ্য।

রাজ্যের যে কোনও ইস্যুতে সমালোচনা করতে সিপিআইএম (CPIM) নেতারা কখনও পিছপা হন না। বাস্তবে তাঁদের ফেলে যাওয়া দেনা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধার শোধ করতেই জীবন চলে যাচ্ছে। আমার পূর্ববর্তী বাম বন্ধুদের ফেলে যাওয়া ধার রয়েছে। সেই সঙ্গে তাঁর আক্ষেপ, ধারও শোধ করছি গালাগালিও খাচ্ছি। সবটাই ভাগ্য।

তবে বামেদের রেখে যাওয়া ধার কত? একেবারে সঠিক সংখ্যা না বললেও শোধ করার পরিমাণ জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ধারের একটা নিয়ম আছে, যতক্ষণ আপনি ধার (loan) পুরো শোধ না করছেন সুদ (interest) বাড়তেই থাকে। আমরা ছয় লক্ষ কোটি টাকার উপর ধার শোধ করেছে। এ বছরই ৭৬ হাজার কোটি টাকা ঋণ বাবদ দিয়েছি। এরপরই তার কটাক্ষ, লেগাসি (legacy) ফেস করছি।