ফের হার মহামেডানের, পাঞ্জাবের কাছে হারল ২-০ গোলে

0
6

আইএসএল-এ ফের হার মহামেডান স্পোর্টিং ক্লাবের। এদিন অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসির কাছে ২-০ গোলে হারল আন্দ্রে চেরনিশভের দল। প্রথমার্ধে গোল হজম না করলেও, দ্বিতীয়ার্ধে দুটি গোল খায় সাদা-কালো ব্রিগেড। এই হারের ফলে টানা তিন ম্যাচে হার মহামেডানের। পাঞ্জাবের হয়ে গোল দুটি করেন লুকা মাইচেন ও ফিলিপ।

ম্যাচের প্রথমার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করে চেরনিশভের দল। বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেন সামাদ, ফ্রাঙ্কারা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় পাঞ্জাব। যার ফলে ম্যাচের ৫৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় তারা। পাঞ্জাবের হয়ে গোলটি করেন মাইচেন। এরপর পাঞ্জাবের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফিলিপ। ৬৬ মিনিটে পাঞ্জাবের হয়ে ২-০ গোল করেন তিনি। এরপর আক্রমণে ঝাঁপায় সাদা-কালো ব্রিগেড। কিন্তু গোলের দরজা খুলতে ব্যর্থ হয় তারা।

এর হারের ফলে, ১০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরেই রয়ে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব। পাঞ্জাব ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে উঠে এল তিন নম্বরে।

আরও পড়ুন- অ্যাডিলেডে ব্যাকফুটে টিম ইন্ডিয়া, প্রথম দিনের শেষে অজিদের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ৮৬