শুক্রবার সাতসকালে বীরভূমের তারাপীঠ মন্দিরে (Tarapith Temple) পুজো দিলেন সাংসদ অভিনেতা দেব (Dev)। এই খবরে অবশ্য অবাক হওয়ার মতো কিছু ছিল না। কিন্তু অভিনেতার দেবী বন্দনায় ‘কিশোরী’ নায়িকা ইধিকা পাল (Idhika Paul) সামিল হতেই গুঞ্জন শুরু। আসন্ন ছবি ‘খাদান’- এর (Khadan ) প্রোমশানে একেবারে তারা মায়ের গর্ভগৃহে পুজোর ডালি হাতে পৌঁছে গেলেন সুপারস্টার। ভক্তি ভরে দিলেন অঞ্জলি। আরতি করতেও দেখা গেল দেবকে (Dev)। এই ছবি প্রকাশ্যে আসতেই অভিনেতার বান্ধবী রুক্মিণী মৈত্রের (Rukmini Moitra) খোঁজ শুরু করেছেন অনুরাগীরা।
বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘খাদান’ সিনেমার নতুন গান। রথিজিৎ এবং অন্তরার কণ্ঠে কয়লাখনিতে ‘কিশোরী’ গানে দেব – ইধিকার রোমান্টিক মুহূর্ত সামনে আসতেই খুশি ফ্যানেরা। কিন্তু প্রেমিকা কি চটলেন? না হলে কেনই বা একই দিনে ‘আনফলো’ করবেন তাঁর বয়ফ্রেন্ডকে। নেটপাড়ায় এটা নিয়ে শোরগোল পড়তেই আসল সত্যি সামনে এলো। সবটাই প্রযুক্তিগত বিভ্রাট। অনস্ক্রিনে যার সঙ্গেই রোমান্স করুন দেব, রুক্মিণীর সঙ্গে অফস্ক্রিন জুটি আজও অটুট। তবে এই মুহূর্তে নায়ক ব্যস্ত প্রমোশনে।খনি অঞ্চলের গল্প নিয়ে খাদান মুক্তি পাচ্ছে ডিসেম্বরে ২০ তারিখ। বৃহস্পতিবার দুর্গাপুরের কাজ সেরে ছবির সাফল্য কামনায় শুক্রবার সকাল সকাল হলুদ পাঞ্জাবি আর কালো সানগ্লাস পরে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন তারকা সাংসদ দেব (Dev)।