ডোমেস্টিক ভায়োলেন্স রুখতে নতুন পদক্ষেপ দাভা ইন্ডিয়ার 

0
2

যত সময় যাচ্ছে ততই সমাজে বাড়ছে নারী ও শিশু হেনস্থার ঘটনা। পরিবারের মধ্যেই নির্যাতনের শিকার গৃহবধূ, শিশুকন্যা। অথচ সচেতনতার অভাবে এবং মান সম্মানের কথা ভেবে বেশিরভাগই সামান্য প্রতিবাদটুকু পর্যন্ত করেন না। এইসব মানুষের পাশে দাঁড়াতে এবং গার্হস্থ্য হিংসা রুখতে নয়া পদক্ষেপ দাভা ইন্ডিয়ার (Davaindia)। কলকাতা প্রেসক্লাবে (Calcutta Press Club) ঘোষিত হল এক বিশেষ কর্মসূচি ‘স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স’ (Stop Domestic Violence)।

সর্বসাধারণের নাগালের মধ্যে সাশ্রয়ী মূল্যে উচ্চমানের জেনেরিক ওষুধ নিয়ে এসেছে দাভা ইন্ডিয়া। জোটা হেলথকেয়ার লিমিটেডের (Zota Healthcare Limited) গ্রুপ কর্ণধার ডাঃ সুজিত পালের প্রচেষ্টায় ১২০০- এর বেশি লোকেশন এবং ১.২ কোটিরও বেশি গ্রাহকের সঙ্গে জুড়ে গেছে এই সংস্থা। ওষুধ ব্যবসার পাশাপাশি পারিবারিক হিংসা আটকাতেও দৃষ্টান্তমূলক উদ্যোগ দাভা ইন্ডিয়ার।