স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ, রহস্যজনক মৃত্যু শিক্ষিকার!

0
1

স্কুলের শিক্ষিকার উপরই মানসিক নির্যাতন করার অভিযোগ! যার জেরে আত্মহত্যার পথ বেছে নিলেন ওই শিক্ষিকা। আর এই আত্মহত্যা করার আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন ওই শিক্ষিকা। সেখানে স্কুলের বিরুদ্ধে নানা অভিযোগ রেখে গিয়েছেন তিনি। যদিও ভিডিয়ো যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। তবে তা প্রকাশ্যে আসতেই এবার পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মৃত শিক্ষিকার পরিবারের সদস্যরা। দ্রুত বিচারের দাবিও তুলেছেন তাঁরা। দক্ষিণেশ্বরের এই ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে বরাহনগর মাতৃমন্দির লেন অঞ্চলে।

মৃতার নাম জসবীর কৌর। বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি ডানলপ ব্রিজের ঢিল ছোড়া দূরত্বে খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের কিন্ডারগার্ডেন সেকশনের শিক্ষিকা ছিলেন বলে। ২০০৩ সালে স্বামীর মৃত্যুর পর থেকেই শুরু স্কুলে শিক্ষকতা। গত পাঁচ বছর ধরেই স্কুলের নতুন ম্যানেজমেন্ট-সহ প্রিন্সিপালের বিরুদ্ধে একাধিক বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন তিনি। এই কারণে তাঁকে হেনস্থা করে কোণঠাসা করার চেষ্টা হচ্ছিল বলেও অভিযোগ মৃত জসবীরের।

টানা কুড়ি বছরের বেশি সময় ধরে সেখানে কর্মরত ছিলেন ওই শিক্ষিকা। তবে এবার ওই স্কুলের বিরুদ্ধেই একাধিক পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ভিডিয়োতে ওই শিক্ষিকার অভিযোগ, স্কুলে কাজের পরিবেশ নষ্ট করা হচ্ছি্ল। নানাভাবে মানসিক নির্যাতন ও হেনস্থা করেছেন প্রিন্সিপাল এবং স্কুল পরিচালন সমিতির সদস্যরা। কাজ হারানোর আশঙ্কা ছিল। এরপরই বাড়ি ফিরে আত্মহত্যা করেন জসবীর।

ওই ভিডিয়ো দেখেই বন্ধুদের সঙ্গে নিয়ে জসবীরের ফ্ল্যাটে যান তার ভাই। দরজা ভেঙে ঢুকে দেখেন শিক্ষিকার ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার ‘সুইসাইড ভিডিও’ যাচাই করে তদন্ত শুরু হয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.