ট্যাব কেলেঙ্কারিতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে গ্রেফতার আরও দুই। ধৃতদের নাম মেহবুব আলম, মহম্মদ ইয়াসমিন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। বসিরহাট ও আসানসোল পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
ট্যাব কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু হতেই চোপড়া থানা এলাকা থেকে গ্রেফতারির খবর আসতে শুরু করে। চোপড়াকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়। ট্যাব দুর্নীতির কিনারা করতে এখনও পর্যন্ত বেশ কয়েকটি জেলা থেকে পুলিশের স্পেশাল টিমের সদস্যরা চোপড়া থানা এলাকায় এসে ঘুরে গিয়েছেন। অনেকে আসছেন। ট্যাব কাণ্ডে এদিনের দু’জনকে নিয়ে চোপড়া থানা এলাকার বাসিন্দা সহ মোট ১৮ জনকে গ্রেফতার করল পুলিশ।
আরও পড়ুন- শিক্ষাব্যবস্থাকে ব্যয়বহুল করে বেসরকারিকরণের চেষ্টা চলছে! ব্রাত্যর নিশানায় ইউজিসি