মহুয়ায় ক্ষোভ বিধায়কদের, রীতি মেনে চিঠি নেতৃত্বকে

0
3

ক্ষুব্ধ নদিয়ার (Nadia) একাধিক তৃণমূল বিধায়ক। দলীয় নেতৃত্বে রদবদল নিয়ে দলের সাংসদের বিরুদ্ধে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখলেন ছয় বিধায়ক। তবে দলের অনুশাসন মেনে তাঁরা বাইরে বা প্রকাশ্যে নিজেদের অভিযোগ নিয়ে কোনও বার্তা দেননি। সমস্যা নিয়ে সমাধান চেয়ে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) সম্প্রতি নিজের এলাকায় দলীয় নেতৃত্ব স্তরে রদবদল করেছেন। তাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলের বিধায়করা (MLAs)। কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস, নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ, চাপড়ার রুকবানুর রহমান, করিমপুরের বিমলেন্দু সিংহরায়, পলাশিপাড়ার মানিক ভট্টাচার্য, কালিগঞ্জের নাসিরুদ্দিন আহমেদ চিঠি লেখেন মমতা বন্দ্য়োপাধ্যায়কে।

সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) বর্তমানে সংসদের অধিবেশন চলার জন্য দিল্লিতে। তাঁর বিরুদ্ধে দলের বিধায়কদের (MLAs) অভিযোগ ১৭৮ জন বুথ সভাপতি আর ১৭ জন অঞ্চল সভাপতিকে বদল করেছেন তিনি। এর ফলে বিধায়কদের কাজে সমস্যা তৈরি হয়েছে। তবে এনিয়ে তাঁরা মহুয়াকে আগে কোনও অভিযোগ জানিয়েছেন কিনা তা জানা যায়নি।