ফের আদালতে ভর্ৎসনার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Patha Chatterjee) এর আইনজীবী। বৃহস্পতিবার সিবিআই-এর (CBI) বিশেষ আদালতে পার্থর জামিন মামলার শুনানি ছিল। শুনানির শুরুতেই তার আইনজীবীকে বিচারক বললেন, জামিন সংক্রান্ত মামলার শুনানি কোন আদালতে হবে, তা নির্ধারণের এক্তিয়ার আপনাকে কে দিল? আদালতের সময় নষ্টই বা করছেন কেন?
বৃহস্পতিবার ১ নম্বর এজলাসেই বিচারককে এই মামলাটি শোনার আর্জি জানান পার্থর আইনজীবী। তার যুক্তি, সিবিআইয়ের মামলাটি ইডির আর্জি অনুযায়ী এখনও অন্য কোর্ট বা এজলাসে স্থানান্তরিত হয়নি, তাই এই এজলাসেই সেটা শোনা হোক। তার পরেই ওই আইনজীবীকে ভর্ৎসনা করেন বিচারক।
প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে প্রথম গ্রেফতার হন পার্থ। ইডির মামলা কলকাতার বিচার ভবনে হয়। সিবিআইয়ের মামলা চলে আলিপুরের কোর্টে। ইডির আবেদন ছিল যে, পার্থের বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের করা মামলারও শুনানি হোক বিচার ভবনে, যে হেতু মামলার ধরন একই রকম। সেই আবেদন মেনে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি এবং সিবিআইয়ের করা মামলার শুনানি শুরু হয় বিচার ভবনে একই এজলাসে। পরবর্তী কালে ইডির মামলা চলে যায় অন্য এজলাসে। সিবিআইয়ের মামলাও ওই এজলাসে নিয়ে যাওয়ার জন্য আবার আবেদন জমা পড়ে বিচার ভবনে। ইতিমধ্যে পার্থকে গ্রেফতার (শোন অ্যারেস্ট) করে সিবিআই। সিবিআইয়ের মামলাতেও জামিন চেয়ে বিচার ভবনে আবেদন করেন পার্থ। সেই মামলার শুনানি ছিল আজ।