কৃষ্ণসার হরিণ হত্যা কিছুতেই পিছু ছাড়ছে না বলিউডের ভাইজানের। লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর কাছ থেকে একের পর এক হুমকি মেলার পর এবার সরাসরি সলমন খানের (Salman Khan) শুটিং লোকেশনে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে দেখে সন্দেহ বাড়ছে। তাহলে কি বিষ্ণোই গোষ্ঠী সোজাসুজি সুপারস্টার পর্যন্ত পৌঁছে গেল? বিনোদনের ‘টাইগার’-এর নিরাপত্তা কতটা প্রশ্নচিহ্নের মুখে? বুধবার রাতের পর থেকেই এইসব প্রশ্ন ঘোরাফেরা করছে মায়ানগরীতে।
৪ ডিসেম্বর রাতে মুম্বইয়ের দাদর (Dadar, Mumbai) এলাকার জোন-৫-এ সলমনের সিনেমার শুটিং চলছিল। প্রযোজনা সংস্থা সূত্রে খবর তারকা নিজে সেখানে উপস্থিত ছিলেন। আচমকা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফ্লোরে ঢুকে পড়েন। সেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যক্তি লরেন্সের নাম করে হুমকি দেন বলে খবর। এরপরই শিবাজি পার্ক থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। বি টাউনের ‘দাবাং’ খান নিজে কোনও প্রতিক্রিয়া না দিলেও তাঁর ঘনিষ্ঠ মহল মনে করছে সলমনকে সরাসরি ভয় দেখানোর জন্যই এমন কাণ্ড ঘটানো হয়েছে।