জয়নগরের ঘটনার দু-মাসের মধ্যেই দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত! শুক্রবার সাজা ঘোষণা

0
4

জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়ে জানিয়েছিলেন খুব শীঘ্রই ঘটনার কিনারা করে অভিযুক্তকে শাস্তি দেওয়া হবে। সেই মতোই ঘটনার দু মাসের মাথাতেই মূল অভিযুক্ত মুস্তাকিম সরকারকে দোষী সাব্যস্ত করল বারুইপুর মহকুমা আদালত। শুক্রবার সাজা ঘোষণা করা হবে। মূলত এই কারণেই অপরাজিতা বিল চাইছে রাজ্য। যাতে এভাবেই অন্যান্য সব ঘটনায় দ্রুত তদন্ত, বিচার হয়ে শাস্তি পায় অপরাধী। যদি দোষীর শাস্তি দ্রুত হয় তাহলে অপরাধীদের মধ্যে ভয় তৈরি হবে। জয়নগরের ঘটনা সেরকমই নজির।

প্রসঙ্গত ৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিল চতুর্থ শ্রেণির ছাত্রী। দিনভর এলাকায় অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে রাতেই তার দেহ উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ৫ অক্টোবর বারুইপুর আদালতেই পেশ করা হয় অভিযুক্তকে। ৭ অক্টোবর এই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়। এই ঘটনায় মোট ৩৬ জন সাক্ষ্য দেন। ৩০ অক্টোবর চার্জশিট জমা পড়ে। বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট স্পেশ্যাল ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় ঘটনার ৬১ দিনের মাথায় সাজা ঘোষণা করলেন। এদিন আদালতে আসেন কুলতলির বিধায়ক গণেশ মন্ডল।

আরও পড়ুন- কাম্বলির জন্য সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত কপিল দেব, তবে মানতে হবে শর্ত