শিন্ডে-পাওয়ারকে ডেপুটি করে শপথ ফাড়নবিশের, উপস্থিত মোদি

0
3

প্রত্যাশা মতোই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নিলেন দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis)। মুখ্যমন্ত্রীর পদ থেকে স্খলিত হয়ে উপমুখ্যমন্ত্রীর পদ পেলেন একনাথ শিণ্ডে (Eknath Shinde)। তবে শিণ্ডের পাশে এবার উঠে এলেন অজিত পাওয়ার (Ajit Pawar)। সংখ্যায় তাঁর দলের বিধায়ক কম হলেও তাঁকেও সন্তুষ্ট করা হল উপ-মুখ্যমন্ত্রিত্ব দিয়ে। তারকা-খচিত শপথ মঞ্চে উপস্থিত থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সঙ্গে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ এনডিএ জোটের শরিক দলের প্রধানদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মহারাষ্ট্রের জোটে দীর্ঘ দ্বন্দ্ব কাটিয়ে এনডিএ জোটের একসঙ্গে নিজেদের দেখানোর প্রয়াস ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠান বলিউড ও ক্রিকেট তারকাদের উপস্থিতিতে ছিল উজ্জ্বল।
বিস্তারিত আসছে…