এবার বিনোদ কাম্বলির দিকে সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। সম্প্রতি একটি বিনোদ কাম্বলির ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বন্ধু সচিন তেন্ডুলকরের হাত ধরে টানছেন কাম্বলি। যা দেখে নেটিজেনরা বলছেন, সুস্থ নয় কাম্বলি। এমনকি জানা যাচ্ছে, ১৪ বার রিহ্যাবে গিয়েছেন কাম্বলি। আর এবার কাম্বলির জন্য সাহায্যের হাত বাড়িয়ে কপিল দেব। যদিও এর জন্য কাম্বলি মানতে হবে একটা শর্ত।
জানা যাচ্ছে, কপিল দেব নিজের ঘনিষ্ঠ মহলে বলেছেন, যদি কাম্বলি রিহ্যাবে যেতে চায়, তাহলে আমরা সাহায্য করার জন্য প্রস্তুত। কিন্তু তার জন্য একটা শর্ত আছে। কাম্বলিকে স্বেচ্ছায় রিহ্যাবে যেতে হবে। যদি সেটাতে ও রাজি হয়, তাহলে আমরা আর্থিকভাবে সাহায্য করতে প্রস্তুত। তাতে যতদিন ধরে চিকিৎসা চলুক, আমাদের কোনও অসুবিধা নেই।
সম্প্রতি আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে দেখা হয় কাম্বলি সচিনের। মঞ্চে উঠে কাম্বলির প্রতি সৌজন্য দেখাতেই সচিনের হাত শক্ত করে ধরলেন ছোটবেলার বন্ধু। সেহাত যেন আর ছাড়তেই চাইছেন না কাম্বলি। একপ্রকার জোর করেই বন্ধুর হাত ছাড়িয়ে নিজের আসনে এসে বসেন লিটল মাস্টার।
আরও পড়ুন- আগামিকাল থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট, রয়েছে কী বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়া?