‘উপমুখ্যমন্ত্রী’ একনাথ শিন্ডে! কটাক্ষ উদ্ধব শিবিরের

0
1

বিদ্রোহের গোড়াতেই একনাথ শিন্ডের শিবিরের বিধায়কদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন শিবসেনা প্রধান এবং তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, দল ভাঙলেও একনাথ কি মুখ্যমন্ত্রী হতে পারবেন? বিজেপি কি ছেড়ে দেবে? মুখ্যমন্ত্রী নন শিন্ডে ‘উপমুখ্যমন্ত্রী’ হচ্ছেন। উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউতের কটাক্ষ, শিণ্ডেকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছে বিজেপি। আর কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না তিনি।

রাউতের সাফ কথা, শিণ্ডের যুগ শেষ। আড়াই বছরই মেয়াদে প্রয়োজন ফুরিয়েছে। বিজেপি ওকে ছুড়ে ফেলে দেবে। আর কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না শিণ্ডে। এরই পাশাপাশি, আগামী দিনে বিজেপি শিণ্ডের দল ভাঙাতে পারেন বলেও ভবিষ্যদ্বাণী করেছেন রাউত। তার দাবি, জোটসঙ্গীদের দুর্বলতার সুযোগ নেওয়া বিজেপির পুরনো অভ্যাস। আগামী দিনে শিণ্ডের দলও বিজেপি ভাঙাতে পারে।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর দেবেন্দ্র ফড়ণবিশ নিশ্চিত করে দেন যে, এবার একনাথ শিণ্ডে উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন। কিন্তু শিণ্ডে শিবির এখনও সেটা নিশ্চিত করেনি। শোনা যাচ্ছে, আদৌ উপমুখ্যমন্ত্রী পদ গ্রহণ করবেন কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেনি একনাথ শিণ্ডে।আসলে ফড়ণবিশের অনুরোধ প্রত্যাখ্যান করা তার পক্ষে কঠিন। এখনও কিছুটা দোটানায় রয়েছেন শিণ্ডে। যদিও দলের বিধায়করা তাকে বোঝাচ্ছেন যাতে শেষ পর্যন্ত তিনি উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.