দীর্ঘ চেষ্টার পরে অবশেষে দূষণের (pollution) মাত্রা কমল রাজধানীতে। যার ফলে দিল্লিতে বিধিনিষেধ (restriction) কমানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। একবারে দুই ধাপ কমানো হল বিধিনিষেধ। তবে নজরদারি চালাতে আদালত নির্ধারিত কমিশনার এখনও নিয়োগ রাখার পক্ষেই পর্যবেক্ষণে জানায় শীর্ষ আদালত।

দিল্লির বায়ুদূষণের পরিমাণ একিউআই (AQI) লেভেলের হিসাবে ৪৫০ ছাড়ায়। ফলে বিধিনিষেধ গ্রাপ স্টেজ-ফোর (GRAP Stage-IV) লাগু করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আদালতে যে তথ্য পেশ হয় তাতে দেখা যায় গত চারদিন ধরে দূষণের মাত্রা ৩০০-র নিচে মেনেছে। বৃহস্পতিবার সকালের হিসাব তা ১৬১-তে দাঁড়িয়েছে। ফলে বিধিনিষেধ কমিয়ে গ্রাপ স্টেজ-টু (GRAP Stage-II) লাগু করার নির্দেশ দেয় আদালত।

এতদিন সব ধরনের নির্মাণকাজে নিষেধাজ্ঞা ছিল রাজধানীতে। সেই সঙ্গে বড় গাড়ি প্রবেশেও ছিল বিধিনিষেধ। এবার থেকে সেই রাশ খানিকটা আলগা হবে। বিএস ফোর ও ডিজেলের থেকে কম মানের জ্বালানি যুক্ত গাড়ি চালানো যাবে না। সেই সঙ্গে এখনও ব্যক্তিগত গাড়ির থেকে পাবলিক গাড়ির ব্যবহার উপরও জোর থাকবে।









































































































































