মহিলা কর্মীদের পাশে রাজ্য পুলিশ, চালু ‘নারী কবচ’

0
3

মহিলা পুলিশ কর্মীদের ক্যান্সার সুরক্ষায় ‘নারী কবচ’ (Nari Suraksha Kabach) নামে নতুন একটি প্রকল্প চালু করল বারাসত পুলিশ জেলা (Barasat police district)। বৃহস্পতিবার মধ্যমগ্রামের দোলতলা পুলিশ লাইনে এই নতুন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন পুলিশ সুপার (SP) প্রতীক্ষা ঝাড়খড়িয়া। ক্যান্সার (cancer) পরীক্ষায় সহযোগিতায় রয়েছে টাটা মেডিকেল সেন্টারের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

বারাসত পুলিশ জেলার অধীনে রয়েছে ৮ টি থানা এবং কয়েকটি পুলিশ ফাঁড়ি। এই জেলায় ৩৫০-র বেশি মহিলা পুলিশ (lady police) কর্মী রয়েছে। সংসার সামলে বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রয়েছে তাদের। আরজি করের ঘটনার পর মহিলা সুরক্ষার ক্ষেত্রে পুলিশের উইমেন সেল চব্বিশ ঘন্টা স্কুটি এবং সাইকেল নিয়ে এলাকায় ঘুরেছেন। এছাড়াও পিঙ্ক মোবাইল ভ্যানেও (pink mobile van) মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন নারী সুরক্ষায়। ঘরে, বাইরে ডিউটি করতেই অনেক ক্ষেত্রেই মহিলা পুলিশ কর্মীরা নিজেদের শারীরিক পরীক্ষা করাতে সময় পান না। অথচ মহিলারা অনেক ক্ষেত্রেই ব্রেস্ট, জরায়ু-সহ দেহের অন্যান্য অংশে ক্যান্সারে (cancer) আক্রান্ত হন। মূলত দুরারোগ্য ক্যান্সারের কথা মাথায় রেখেই মহিলা পুলিশ কর্মীদের ক্যান্সার সুরক্ষায় ‘নারী কবচ’ (Nari Suraksha Kabach) প্রকল্প চালু করল বারাসত পুলিশ জেলা।

এই প্রসঙ্গে পুলিশ সুপার প্রতীক্ষা ঝাঁড়খড়িয়া বলেন, এদিনের পর থেকে প্রতি শনি,রবিবার এবং ছুটির দিনে মহিলা পুলিশ কর্মীরা এই ধরনের পরীক্ষা করাতে পারবেন দোলতলায়। পরীক্ষায় কারোর ক্যান্সার ধরা পড়লে রাজ্য সরকারের হেলথ স্কিমে চিকিৎসার সুবিধাও পাবেন। টাটা মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা করাবেন।