মায়ের অন্ত্যেষ্টিতে যোগ দেওয়ার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়।বৃহস্পতিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় জেলে ছিলেন অর্পিতা। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়। সদ্য জামিনে মুক্তি পেয়েই হাসপাতালে ভর্তি। ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অর্পিতা। জানা গিয়েছে, পেটের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের পরই অসুস্থবোধ করেন তিনি। বেশ কয়েকবার বমিও করেছেন। এরপর অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পেটে সংক্রমণের কারণেই অসুস্থ অর্পিতা। মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের পরেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তলপেটে প্রবল ব্যথা অনুভব করতে থাকেন তিনি। যার জেরেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিনি জামিন পেলেও রয়েছে একাধিক শর্ত। সেই শর্তের জন্যই আদালতকেও জানাতে হয়েছে যে ঠিক কোন হাসপাতালে ভর্তি হয়েছেন অর্পিতা। ইতিমধ্যেই সমস্ত রকম শারীরিক পরীক্ষা করা হয়েছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাইয়ে গ্রেফতার হয়েছিলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। তাঁর টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় নগদ ৫০ কোটি টাকা। বেলঘরিয়ার বাড়ি থেকেও টাকা পাওয়া গিয়েছিল। গ্রেফতার হওয়ার পর একাধিকবার জামিনের আবেদন করেও তা পাননি অর্পিতা। তবে সম্প্রতি মায়ের মৃত্যুতে প্যারোলে ছাড়া পান।
প্যারোল শেষে জেলে ফেরার কথা থাকলেও এর মাঝে ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাঁকে। তবে জামিন পাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই হাসপাতালে ভর্তি হতে হল অর্পিতাকে। অন্যদিকে ২০২১ সালে শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফাতর হয়েছিলেন অর্পিতা। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল বিপুল অঙ্কের টাকা। ২০ নভেম্বর মায়ের মৃত্যুর জন্য প্যারোলে ছাড়া পান তিনি। কিন্তু মায়ে শ্রাদ্ধের অনুষ্ঠান মিটতেই অসুস্থ হয়ে হাসাতালে ভর্তি অর্পিতা।