মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে সেই ফড়নবিশ

0
2

একনাথ শিন্ডে নয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন দেবেন্দ্র ফড়নবিশ। ১০ দিন ধরে জল্পনা চলার পর শিন্ডেকে দূরে সরিয়ে মুখ্যমন্ত্রী এবং বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের নেতা হিসেবেও বেছে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ফড়নবিশ। বিজেপির শীর্ষ নেতৃত্বের ঠিক করে দেওয়া দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক- অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এবং গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী বৈঠক করে দেবেন্দ্রর নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাবকে সকলেই সমর্থন করেন।

বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর দেবেন্দ্র ফড়নবিশ বলেন, বিধায়ক দলের নেতা হতে পেরে সম্মানিত। বিজেপির ১৩২ জন বিধায়কের সমর্থন পেয়েছি। পাশাপাশি, মোদি এবং শাহকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। ২৮৮টি আসনের মধ্যে ক্ষমতাসীন জোটের তিন দল— যথাক্রমে ১৩২, ৫৭ এবং ৪১টি আসনে জিতেছে। আবারও মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন শিন্ডে। দড়ি টানাটানি শুরু হয় ফড়নবিশ এবং শিন্ডের মধ্যে। অবশেষে এই মুখ্যমন্ত্রী হলেন ফড়নবিশ।

 

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.