ঘূর্ণিঝড় বিদায়ে রাজ্যে শীতের রি-এন্ট্রি! কুয়াশা সরিয়ে মিললো রোদের দেখা

0
2

ফেনজল (Fengal) এখন অতীত, সামনে জাঁকিয়ে শীতের উজ্জ্বল সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন নামতে পারে ১৯ ডিগ্রিতে। পরিষ্কার আকাশে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী পাঁচদিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।

ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষের দিক থেকেই বঙ্গ জুড়ে শীতের আসল আমেজ অনুভব করা যাবে। মঙ্গলের সকালে কুয়াশা সরিয়ে মেঘের রোদের দেখা মিলেছে। যদিও সে তাপে তেজ নেই বরং ভাল লাগা হালকা ঠান্ডা শিহরণ বর্তমান। পশ্চিম মেদিনাপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে আপাতত দিন সাতেক কুয়াশার প্রভাব থাকবে। উত্তরের পাঁচ জেলাতেও ঝলমলে আকাশ। শৈল শহরে কাঞ্চনজঙ্ঘা দর্শনে আপ্লুত পর্যটকরা।