কতটা বৃদ্ধি পেল একশৃঙ্গ গন্ডারের সংখ্যা? জানতে শীগ্রই শুরু হবে শুমারি

0
1

একশৃঙ্গ গন্ডারের সংখ্যা কতটা বৃদ্ধি পেল? তা জানাতে জন্যই এই শুমারি হতে চলেছে। জলদাপাড়া জাতীয় উদ্যানে চার বছর আগে ২০২১-এ ওই জাতীয় উদ্যানের ২১৬.৫১ বর্গ কিলোমিটারের জঙ্গলে মোট ২৯২টি গন্ডারের অস্তিত্ব মিলেছিল। শুমারির প্রাপ্ত সংখ্যা এই জাতীয় উদ্যানকে একশৃঙ্গ গন্ডারের আদর্শ আবাসস্থল হিসেবে সুনিশ্চিত করেছে।

জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা বৃদ্ধি বনকর্তাদের মুখে হাসি ফোটালেও, এক গভীর চিন্তায়ও ফেলেছে তাদের। পুরুষ ও মাদি গন্ডারের সংখ্যা প্রায় সমান হয়ে যাওয়ায় উদ্বিগ্ন বনকর্তারা। কারণ এই একশৃঙ্গ গন্ডারদের জীবনশৈলি এমন যে, প্রতিটি পুরুষ গন্ডার পিছু তিনটি করে মাদি গন্ডার থাকা উচিত। কারণ গন্ডারের প্রজনন বা যৌনতৃষ্ণার বিষয়ে ১ : ৩ এই অনুপাতিক হারকে আদর্শ মানা হয়। কিন্তু জলদাপাড়ায় পুরুষ ও মাদি গন্ডারের মধ্যে এই অনুপাতিক হার প্রায় সমান থাকায় মাঝে মাঝেই সঙ্গী দখলের লড়াই হয়। যা প্রাণঘাতীও হয়ে দাঁড়ায় কখনও কখনও।

বনকর্তাদের আশঙ্কা যে অমূলক ছিল না, তা প্রমাণ করে গত চার বছরের সঙ্গিনী দখলের লড়াইয়ে এই জাতীয় উদ্যানে পাঁচটি পূর্ণবয়স্ক গন্ডারের মৃত্যু হয়েছে। পাশাপাশি লড়াইয়ে হার স্বীকার করে ভগ্ন হৃদয় ও জখম দেহ নিয়ে এলাকা ছেড়েছে বেশ কয়েকটি গন্ডার। তবে বনকর্তারা আশাবাদী নতুন বছরের শুমারিতে গন্ডারের সংখ্যা বৃদ্ধি পাবে জাতীয় উদ্যানে। এবং সেই সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন তাঁরা। এবারের শুমারিতে সর্বাধুনিক টেকনোলজি ব্যবহার করার কথা জানিয়েছেন বনকর্তারা। এই বিষয়ে জলদাপাড়া বনবিভাগের ডিএফও প্রবীণ কাসোয়ান জানিয়েছেন, আমরা ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে জলদাপাড়ায় গন্ডার শুমারি করার প্রস্তাব পাঠিয়েছি। সবুজ সংকেত মিলে গেলেই কাজ শুরু করা হবে।

আরও পড়ুন- নিজেদের সিদ্ধান্তে অনড় কংগ্রেস! জোটের বৈঠকে থাকছে না তৃণমূল