কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের বিকল্প কী, জানিয়ে দিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড

0
1

বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি ভয়াবহ। হাসিনা সরকারের পতন ও নতুন তত্ত্বাবধায়ক সরকার আসার পরও শান্তি ফেরেনি প্রতিবেশী রাষ্ট্রে। এই অবস্থায় কলকাতা বইমেলায় (Kolkata Book Fair) বাংলাদেশ প্যাভিলিয়ন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়ে দিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড (Publishers and Book sellers Guild)। আসন্ন কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ অসম্ভব বলে মনে করেই বিকল্প বার্তা দেওয়া হল গিল্ডের তরফে।

কলকাতা বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় স্পষ্ট করেই জানিয়ে দিলেন, বাংলাদেশ প্যাভিলিয়নের জায়গায় এবার নতুন কোনও স্টলের অনুমোদন দেওয়া হবে না। বাংলাদেশের স্টল যতটা জায়গা নিয়ে করা হত, সেই জায়গায় কোনও প্রদর্শনী বা সভার আয়োজন করা হতে পারে। তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে তাদের পক্ষে কলকাতা বইমেলায় অংশগ্রহণ অসম্ভব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান তাঁরা মেনে চলবে। সেইমতো কেন্দ্রীয় সরকার কোনও নির্দেশ না দিলে বাংলাদেশকে বইমেলায় অংশগ্রহণ করতে বলার প্রশ্নই উঠছে না। তবে, বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের জন্য বরাদ্দ জায়গায় অন্য কোনও স্টল বসানো হবে না। তবে ফাঁকাও পড়ে থাকবে না। আমরা বিকল্প হিসেবে সেখানে প্রদর্শনী বা সভার বন্দোবস্ত করব। কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের একটা আলাদা আবেদন রয়েছে বইপ্রেমীদের কাছে। সেই ১৯৯৬ সাল থেকে কলকাতা বইমেলায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ হয়ে আসছে। কিন্তু অশান্ত বাংলাদেশ এবার কলকাতা বইমেলায় আসতে পারবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে ২০২৬ সালে বাংলাদেশ বইমেলায় আসতে পারে বাংলাদেশ। গিল্ডের সম্পাদক সুধাংশুশেখর দে বলেন, এবারও বহু নতুন প্রকাশনা সংস্থা বইমেলায় স্টলে জন্য আবেদন করেছে। আমরা আলোচনা করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন- উচ্চ প্রাথমিকে শিক্ষক যোগদানের সমস্যা কাটাতে বড় পদক্ষেপ শিক্ষা দফতরের