বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চনা করছে মোদি সরকার, এই ঘটনা নতুন নয়৷ একের পর এক প্রকল্পে বাংলার ন্যায্য পাওনা বিপুল অঙ্কের টাকা বকেয়া রাখা হচ্ছে সেই উদাহরণও প্রচুর৷ এর বিরুদ্ধে বারংবার প্রতিবাদ জানিয়েছে রাজ্যের শাসক দল৷ বকেয়া টাকা প্রদানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে৷ দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ে এই পাওনা টাকার দাবিতে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী৷ এত কিছুর পরেও বাংলাকে বঞ্চনার রাস্তা থেকে যে সরছে না মোদি সরকার, তার প্রমাণ মিলেছে সোমবার৷
সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে লোকসভায় যে সরকারি পরিসংখ্যান পেশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধারী, তাতে আরও একবার স্পষ্ট হয়েছে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিষয়টি৷ মোদি সরকারের পেশ করা এই পরিসংখ্যানেই দেখা যাচ্ছে সমগ্র শিক্ষা অভিযানে বাংলার জন্য বরাদ্দ কেন্দ্রীয় টাকার পরিমাণ কমানো হয়েছে৷ এই প্রকল্পে ২০২৩-২৪ অর্থ বর্ষে বাংলার জন্য বরাদ্দ হয়েছে ১৭৬৭.৪৮ কোটি টাকা৷ এর আগের অর্থ বর্ষে বাংলার জন্য বরাদ্দ ছিল ১৭৭৩.৩৮ কোটি টাকা, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী৷ কিসের ভিত্তিতে বরাদ্দ টাকা কমানো হচ্ছে, কেন এই প্রকল্পের খাতে বরাদ্দ টাকা পশ্চিমবঙ্গকে দেওয়া হচ্ছে না, লোকসভায় লিখিত প্রশ্নের মাধ্যমে সরকারের কাছে জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি মোদি সরকারের মন্ত্রী৷
আরও পড়ুন- পড়ুয়াদের পাতে পুষ্টি পৌঁছে দিতে উদ্যোগ! মিড ডে মিলে অর্থ বরাদ্দ রাজ্যের