নির্বাচনী ফল ঘোষণার (Election Results) এক সপ্তাহ কেটে গেছে, অথচ এখনও নিজের মুখ্যমন্ত্রীর নাম জানতে পারিনি মহারাষ্ট্র (Maharastra)। মারাঠা ভূমির প্রশাসনিক প্রধান কে হবেন তা নিয়ে বেকায়দায় বিজেপি (BJP) নেতৃত্বাধীন জোট। আগামী ৫ ডিসেম্বর শপথগ্রহণ হওয়ার কথা আছে। প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত থাকতে পারেন সেই অনুষ্ঠানে। কিন্তু এখনও পর্যন্ত কুর্সি কার দখলে থাকবে তা নিয়ে ঐক্যমত হল না। আলোচনা জল্পনার মাঝে রবিবার রাতে একনাথ শিন্ডে (Eknath Shinde) জানান, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন, তা সোমবার (২ ডিসেম্বর) ঠিক হবে।” এরপরই রাজনৈতিক মহলের আশা আজ মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ্যে আনা হতে পারে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (CM) কে হবেন তা নিয়ে জটিলতায় দিল্লিতে বৈঠক করেছেন বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ (Amit Shah) ও জে পি নাড্ডা। কিন্তু তাতেও সমাধান সূত্র মেলেনি। শিন্ডে বনাম ফড়নবিশ যুদ্ধ অলক্ষ্যে চলছেই। জোট ঐক্যবদ্ধ আছে দেখানোর চেষ্টা করলেও আদতে মহাযুতি জোটে বিজেপির কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলে জোটে যে চিড় ধরেছে তা স্পষ্ট রাজনৈতিক মহলের কাছে। শাহ বৈঠকের পরই নিজের গ্রামের বাড়িতে চলে যান একনাথ। জল্পনা জটিলতা আরও বেড়ে যায়। তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রীর পদ না-ছাড়ার ব্যাপারে অনড় ছিলেন শিন্ডে। তবে শেষ পর্যন্ত তাঁকে নাকি বিজেপির সিদ্ধান্ত মেনে নিতে হয়েছে। দেবেন ফড়নবিশই কি তাহলে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন? উত্তর মিলতে পারে আজই।