রোহিত শর্মা আছেন রোহিত শর্মাতেই। ফের একবার মেজাজ হারালেন ভারত অধিনায়ক। এবার রোহিতের রোষের মুখে এক সমর্থক। ঘটনাটি ঘটে গতকাল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচ শুরুর আগে। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
যেই ভিডিও ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, প্রস্তুতি ম্যাচ খেলতে দলের সঙ্গে মাঠে ঢোকার আগে রোহিতকে ঘিরে ধরেন কয়েক জন ভারতীয় সমর্থক। তখন খোশমেজাজেই ছিলেন ভারত অধিনায়ক। তাঁর কাছে ভক্তেরা কেউ সই দেওয়ার, কেউ ছবি তোলার আবদার করেন। হাসিমুখে তাঁদের আবদার মেটাচ্ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। তখনই ঘটে বিপত্তি। এক ভক্তের বাড়িয়ে দেওয়া খাতায় সই করছিলেন রোহিত। তখনই অন্য এক ভক্ত ছবি তোলার চেষ্টা করেন। ভারত অধিনায়ককে তাঁর মোবাইল ফোনের দিকে তাকানোর অনুরোধ করেন। তাতে বিরক্ত হন রোহিত। ছবি তোলার আবদার করা সেই ভক্তকে রোহিত বলেন, ‘‘একসঙ্গে একটাই কাজ করতে পারব। আপনি অপেক্ষা করুন।’’ কথা শেষ করেই আবার সই করতে শুরু করেন। এরপর দু’জনকে সই দেওয়ার পর ছবি তোলার আবদার করা সেই ভক্তের মোবাইল ফোনের দিকে তাকান ভারতীয় দলের অধিনায়ক। ছবি তোলার পর মাঠে ঢুকে যান।
গতকাল ক্যাচ মিস করায়, সরফরাজ খানকে ঘুসি মারেন রোহিত। যদিও সেটা ছিল মজার ছলে। যেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- ভেঙ্কটেশ নয়, কেকেআরের নেতা হওয়ার দৌঁড়ে এগিয়ে রাহানে : সূত্র