পূর্ব বর্ধমানের রেলগেটে গাড়ি দুর্ঘটনা, আটকে গেল বন্দেভারত 

0
1

সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনের সকালে পূর্ব বর্ধমানের (east burdwan)তালিতে দুর্ঘটনা। ডিমবোঝাই পিকআপ ভ্যান গুসকরা থেকে সিউড়ি রোড হয়ে বর্ধমানের দিকে যেতে গিয়ে সোজা তালিতে রেলের লেভেল ক্রসিংয়ে ধাক্কা মেরে উল্টে যায়। এর ফলে ভেঙে যায় লেভেল ক্রসিং গেট। আটকে পড়ে বন্দেভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ব্যাহত হয় বর্ধমান-আসানসোলের মধ্যে ট্রেন পরিষেবা। সিউড়ি রোড (Siuri Road traffic)তীব্র যানজটে অবরুদ্ধ হয়ে পড়লে, নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।

এদিন সকাল সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। হতাহতের কোন খবর নেই। তবে লেভেল ক্রসিং-এর গেট ভেঙে যাওয়ার কারণে দু’পাশের রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে যায়। হাওড়া-আসানসোল এবং সাহেবগঞ্জ লুপ লাইনে একের পর এক ট্রেন আটকে পড়ে। এই তালিকায় রয়েছে, আপ হাওড়া-ভাগলপুর বন্দেভারত, ডাউন নিউদিল্লি-শিয়ালদহ রাজধানী, আপ শিয়ালদহ-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস – সহ বেশ কিছু লোকাল ট্রেন। এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (Kaushik Mitra)। ঘণ্টাখানেক পরে ট্রেন চলাচল শুরু হলেও গেট মেরামতি সম্পূর্ণ না হওয়ার কারণে দুপুরেও যানজটের দুর্ভোগ যাত্রীদের।