বরাদ্দ বঞ্চনা নিয়ে বিধানসভা থেকে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর 

0
2

বিধানসভা অধিবেশন (Assembly Session) থেকে বঞ্চনা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, দিনের পর দিন বাংলাকে বঞ্চনা করে চলেছে কেন্দ্র সরকার (Government of India)। ১৪ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। জিএসটি বাবদ রাজ্যের প্রাপ্য টাকাও বাংলাকে দেওয়া হচ্ছে না। এখানেই শেষ নয়। চালের ভর্তুকির টাকাও বকেয়া রয়েছে বলে বিধানসভায় জানান বাংলার মুখ্যমন্ত্রী(CM)।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক খাতে বাংলাতে বঞ্চনা করে চলেছে। গত তিন বছর ধরে ১০০ দিনের কাজের টাকা বাংলায় আসেনি, নানা অজুহাতে আটকে আবাসের বরাদ্দও। বাজেটে বাংলাকে ব্রাত্য করে রাখা হয়। তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গ্রাম বাংলার উন্নতি এবং অর্থনীতিকে সচল রাখতে কোনও কসরত বাকি রাখেনি। ইউনিয়ন বাজেটে কেন্দ্রের কাছ থেকে কল্পতরুর মতো সহায়তা পেয়েছে উত্তরপ্রদেশ। আর পূর্ব ভারত সার্বিকভাবে বঞ্চিত। ২০১৯ সাল পর্যন্ত প্রবণতা ছিল বাংলাকে কোনও প্রকল্প দেওয়া হবে না। আর তারপর থেকে একদিকে যেমন উন্নয়নের অংশ পাচ্ছে না বাংলা, তেমনই আবার কেন্দ্রীয় অর্থ বরাদ্দও আটকে রাখা হচ্ছে একের পর এক প্রকল্পে। সোমবার বিধানসভায় এই বিষয় নিয়েই কেন্দ্রকে নিশানা করেন মমতা।