বাংলার বুকেই একখন্ড পুরী গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই উদ্যোগেই দিঘায় (Digha) জগন্নাথ মন্দির তৈরির কাজ প্রায় সম্পূর্ণ। কিন্তু উদ্বোধনের আগে তিনি নিজে সরেজমিনে পরিদর্শন করবেন বলেও জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ডিসেম্বরেই দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
পুরীর (Puri) জগন্নাথদেবের মন্দিরের (Jagannath Temple) আদলে এই রাজ্যেও জগন্নাথ মন্দির তৈরির কাজ প্রায় সম্পূর্ণ। যা বাংলার পর্যটনের মুকুটে নতুন পালক যোগ করতে চলেছে। হিডকো (HIDCO) এই মন্দির তৈরি করছে। নির্মাণের খরচ প্রায় ১৪৩ কোটি টাকা। ২০২৪ সালেই সেই মন্দির উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছিলেন কোনওভাবেই অসম্পূর্ণ মন্দিরের উদ্বোধন বাংলায় হবে না। লোকসভা নির্বাচনে ভোট টানতে অযোধ্যায় (Ayodhya) তড়িঘড়ি রামমন্দির (Ram Temple) উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যার ফল হিসাবে প্রথম বর্ষাতেই কখনও ছাঁদ চুঁইয়ে জল পড়েছে সেই মন্দিরে। কখনও খুলে পড়েছে ছাঁদের চাঙড়। কয়েকশো কোটি টাকার মন্দির যে আদতে নির্বাচনে মোদির হাতিয়ার ছিল, সেই রূপ স্পষ্ট হয়ে গিয়েছে এই সব ঘটনা।
তবে বাংলার মানুষের আবেগকে মর্যাদা দিয়ে ও পর্যটন শিল্পকে বিশ্বের বাজারে তুলে ধরতে দিঘায় পুরীর আদলে মন্দির তৈরির পরিকল্পনা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই সেই মন্দিরে কোনও খুঁত তিনি কোনওভাবেই বরদাস্ত করবেন না। তাই নিজেই পরিদর্শন করবেন দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple)। ১৫ ডিসেম্বর দিঘা যাবেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। সেই সফরেই নির্মীয়মান মন্দিরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবেন। তারপরই সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কবে এই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।