প্রথম পোস্টিংয়ে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আইপিএস অফিসারের

0
4

এমন যে ঘটতে পারে কস্মিনকালেও ভাবেননি। বয়স মাত্র ২৬ বছর। এই বয়সেই স্বপ্নপূরণ করে ফেলেছিলেন। কিন্তু একটা দুর্ঘটনায় সব হিসাব নিমেষে বদলে গেল।প্রথম পোস্টিংয়ে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আইপিএস অফিসারের৷নিহত ওই আইপিএস অফিসারের নাম হর্ষ বর্ধন৷ মর্মান্তিক এই দুর্ঘটনার ঘটনাস্থল কর্ণাটকের হাসান জেলা৷ আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা কর্ণাটক ক্যাডারের ২০২৩ সালের আইপিএস অফিসার ছিলেন হর্ষ বর্ধন৷

জানা গিয়েছে, প্রশিক্ষণ শেষে হাসানের হোলেনারাসিপুরের পুলিশের প্রবেশনারি এএসপি পদে নিযুক্ত হন৷রবিবার গাড়িতে করে সেখানেই যাচ্ছিলেন ওই তরুণ আইপিএস। হাসানের কিত্তেন এলাকায় সেটির টায়ার ফেটে যায়৷ এর ফলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান৷ যার নিট ফল, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে একটি বাড়িতে এবং তারপর একটি গাছে ধাক্কা মারে৷ দুর্ঘটনার ফলে মাথায় গুরুতর আঘাত পান ওই আইপিএস অফিসার৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু শেষ রক্ষা হয়নি। গাড়ির চালকের অবশ্য সামান্য আঘাত লাগে৷ নিহত হর্ষ বর্ধনের বাবা একজন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট৷ কিছুদিন আগেই মাইসুরুর কর্ণাটক পুলিশ অ্যাকাডেমিতে নিজের চার সপ্তাহের প্রশিক্ষণ শেষ করেন ওই আইপিএস অফিসার৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷নিহত অফিসারের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.