গৃহবন্দি প্রৌঢ়কে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ!

0
1

গৃহবন্দি প্রৌঢ়কে উদ্ধার করতে গিয়ে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে আক্রান্ত পুলিশ (Police)। অভিযোগ ওই প্রৌঢ়ের ছেলে তাঁকে ঘরে বন্দি করে রেখেছিলেন। তাঁকে উদ্ধার করতে গিয়েই ছেলের হাতে আক্রান্ত হলেন খোদ পুলিশ।

অভিযোগ, শম্ভু নারায়ণ ভট্টাচার্য নামে ওই প্রৌঢ়কে বেধড়ক মারধর করে গৃহবন্দি করে রেখেছিলেন তাঁর পুত্র রুদ্র দেব ভট্টাচার্য। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয় পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteer)। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। আহত পুলিশকর্মীর এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশের (Police) আনা অ্যাম্বুল্যান্সেও ভাঙচুর চালানো হয়।

প্রৌঢ়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, হামেশাই ছেলের সঙ্গে বাবার ঝামেলা হত। ঠিক কী কারণে বাবাকে মারধর করে ঘরে বন্দি করে রেখেছিল ছেলে তা এখনও জানা যায়নি। ধৃতকে জেরা করেছেন তদন্তকারীরা।