অন্তত ৩টি সন্তান নিতে হবে! চাঞ্চল্যকর দাবি মোহন ভাগবতের

0
1

দেশের জনসংখ্যার বৃদ্ধির হার নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ আরএসএস  প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat)। যে হারে দেশে জনসংখ্যা বাড়ছে তা সন্তোষজনক নয় বলেই দাবি আরএসএস (RSS) প্রধানের। তাঁর দাবি, কোনও জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে জনসংখ্যা বৃদ্ধির হার (population growth rate) ২.১-এর বেশি হতে হবে। সেক্ষেত্রে ভারতের জন্মের হার ৩ হওয়া প্রয়োজন বলে তিনি দাবি করেন।

নাগপুরে (Nagpur) সংগঠনের একটি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মোহন ভাগবত দাবি করেন, আধুনিক জনগণনা বিজ্ঞান অনুযায়ী যদি কোনও জাতির জনসংখ্যা বৃদ্ধির হার ২.১-এর নিচে নেমে যায় তবে সেই জাতির অস্তিত্ব বিপন্ন হয়। সেই জাতির অন্য কোনও সংকট (crisis) না থাকলেও সেই জাতি বিলুপ্ত হয়ে যায়। ভারতের জনসংখ্যার নীতি (population policy) ২০০২ সালে নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী দেখলেও ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ২.১-এর নিচে নামা উচিত নয়।

ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ‘কমে’ যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোহন ভাগবত। তাঁর দাবি জনসংখ্যা বৃদ্ধির হার (population growth rate) ধরে রাখা একটি সন্তান হলে সম্ভব নয়। তাই সন্তান ২টি বা ৩টি হওয়া প্রয়োজন। বর্তমানে ভারতের জনসংখ্যা বিশ্বে সবথেকে বেশি। তা সত্ত্বেও জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে সম্প্রতি নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা সমিতির সদস্য শমিকা রবি উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি দাবি করেন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। ইতিমধ্যেই দক্ষিণের একাধিক রাজ্য বেশি সন্তান ধারণের অনুরোধ করেছে। তারই মধ্যে চাঞ্চল্যকর দাবি মোহন ভাগবতের।