মহারাষ্ট্রের ভোটে ইভিএম কারচুপি! বেকায়দায় পড়ে কংগ্রেসকে বৈঠকে আহ্বান নির্বাচন কমিশনের

0
3

মহারাষ্ট্রের (Maharashtra) ভোটে ইভিএম (EVM) কারচুপি করে জয় পেয়েছে বিজেপি। সেই অভিযোগে উত্তাল হয়েছে গোটা রাজ্য। নির্বাচন কমিশনে (Election Commission) এই মর্মে অভিযোগও দায়ের করা হয় কংগ্রেস-সহ মহাবিকাশ আগাড়ির পক্ষ থেকে। এরপর ইভিএম কারচুপির (EVM tampering) অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ধরনায় বসেন প্রবীণ সমাজকর্মী বাবা আদভ। ফলে বিপাকে পড়ে নির্বাচন কমিশন বৈঠকের আহ্বান জানিয়েছে কংগ্রেসকে (Congress)।

নির্বাচন কমিশন কারচুপির অভিযোগ ওড়ালেও বেকায়দায় পড়েছে লাগাতার বিক্ষোভ ও ধরনার জেরে। বাধ্য হয়েই মঙ্গলবার কংগ্রেসকে বৈঠকে ডেকেছে তারা। যদিও জোরের সঙ্গেই তারা জানিয়েছে ভোটযন্ত্রে কোনও গরমিল ছিল না বা কোনও কারচুপি করা হয়নি। গণনাও হয়েছে স্বচ্ছতার সঙ্গে। মহারাষ্ট্র ভোটে ইভিএম নিয়ে যে সন্দেহ দানা বেঁধেছে তার প্রত্যুত্তরে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে একইসঙ্গে কংগ্রেসকে বৈঠকে আহ্বান জানিয়েছে তারা। আগামী ৩ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার রাহুল গান্ধীর (Rahul Gandhi) দলের সঙ্গে কথা বলবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আলোচনার মাধ্যমে সমস্ত সংশয় ও সন্দেহ দূর করার চেষ্টা করব আমরা। উল্লেখ্য, মহারাষ্ট্রের ভোটে বিকেল ৫টা পর্যন্ত যত ভোট পড়েছিল, রাতে এক দফায় এবং পরদিন আর এক দফায় ভোটের হার বেড়ে যায়। এবং ভোট বাড়ে অনেকটাই। তাতে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির সন্দেহ দৃঢ় হয়। উল্লেখ্য, একই ঘটনা ঘটেছিল লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও। সেক্ষেত্রে সেইসব আসনগুলিকে সুবিধা পেয়েছিল বিজেপি। স্বল্প ব্যবধানে জিততে সমর্থ হয়েছিল তারা। মহারাষ্ট্রের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হল। এ প্রসঙ্গে জাতীয় স্তরে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস। এনসিপি (NCP) প্রধান শারদ পাওয়ারও (Sharad Pawar) বলেছেন, মানুষের থেকে আমরা যে প্রতিক্রিয়া পাচ্ছি, তা উদ্বেগজনক। শুধু রাজনৈতিক দল নয়, এই ঘটনায় উদ্বিগ্ন সমাজকর্মীরাও। প্রবীণ সমাজকর্মী তো ভোটযন্ত্রের কারচুপির অভিযোগে ধরনায় বসেছেন। এই ঘটনা প্রমাণ করছে এবারে মহারাষ্ট্র নির্বাচনে ফল কমবেশি সকলের কাছে অবিশ্বাস্য লেগেছে। নির্বাচন কমিশন প্রিসাইডিং অফিসারদের নানা কাজের অছিলায় পরবর্তী সময়ে ভোটদানের হার বাড়ার যুক্তি দেখিয়েই ক্ষান্ত।

আরও পড়ুন- সোমে বিধানসভায় ৬ বিধায়ককে শপথ পাঠ করবেন রাজ্যপাল, জারি বিজ্ঞপ্তি