বাংলার পথেই কেজরিওয়াল, দিল্লি নির্বাচনে জোটে ‘না’

0
1

বিধানসভা নির্বাচনে জোটে নয়, একাই লড়বে আপ। স্পষ্ট জানিয়ে দিলেন দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বিধানসভা থেকে লোকসভা, নির্বাচনে যেভাবে বাংলায় কোনও জোটে না থেকেই লড়াই করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এবার সেই পথেই কেজরিওয়ালের আপ (AAP)। যেভাবে একের পর এক নির্বাচনে I.N.D.I.A. জোটের সঙ্গে লড়াই করে বিভিন্ন ছোট দলগুলি জয় ছিনিয়ে আনছে, তা দেখেই এবার একা লড়াইতে প্রত্যয়ী আপ। সেই সঙ্গে লোকসভা নির্বাচনে ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে আর জোটের পথে নেই দিল্লির শাসক দল।

দিল্লিতে বাড়তে থাকা দুষ্কৃতীমূলক কাজকর্মের প্রতিবাদ করে সংসদের (Parliament) বাইরে সরব হয়েছিলেন আপ সাংসদরা। সেখানে তাঁদের পাশে জোট সঙ্গী তৃণমূল বিধায়ক ছাড়া আর কোনও দলের সাংসদদের এমনকি কংগ্রেস সাংসদদেরও দেখা যায়নি। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) বিরুদ্ধে মুখ খোলার শাস্তি হিসাবে গ্রেফতার হন এক আপ বিধায়ক। অথচ রাজধানী শহরে দুষ্কৃতীদের ধরতে কোনও উদ্যোগ নেয়নি কেন্দ্রের অমিত শাহর (Amit Shah) মন্ত্রক। তবে এবার সব জবাব নির্বাচনে দিতে চায় আপ (AAP)।

বিধায়কের গ্রেফতারির বিরোধিতায় সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা কেজরিওয়ালের, দিল্লির নির্বাচনে কোনও জোট হচ্ছে না। সম্প্রতি বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। হরিয়ানা (Haryana) ও মহারাষ্ট্রে (Maharashtra) ব্যর্থতার কারণ খুঁজতে নিজেরাই হিমশিম খাচ্ছে কংগ্রেস। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডে বিরোধী জোট জয় পেলেও তার সিংহভাগ কৃতিত্ব হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM)। অন্যদিকে লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনে বিরোধী জোটের পরাজয়ের কারণ হিসাবেও কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের বিষয়টি উঠে এসেছে। ফলে ২০২৫ বিধানসভা নির্বাচনে আপ যে কংগ্রেসের সঙ্গে জোটে যাচ্ছে না, স্পষ্ট করে দিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।