স্থানীয় হকারদের দীর্ঘদিনের রুটিরুজি বন্ধ করে হকার উচ্ছেদের (hawker eviction) ঘটনা ঘিরে ধুন্ধুমার উত্তর চব্বিশ পরগণার বিরাটিতে (Birati)। বিকল্প কোনও পথ না দেখিয়েই হকার উচ্ছেদের সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের (Railway)। প্রতিবাদে রবিবার দুপুরে বিক্ষোভে নামেন স্থানীয় হকাররা। স্থানীয় প্রশাসনের সঙ্গেও কোনও আলোচনা করেনি রেল এই উচ্ছেদের আগে। ফলে হকারদের সমর্থনে প্রতিবাদে নামে তৃণমূল। স্থানীয় বাম, কংগ্রেসও যোগ দেয় হকার উচ্ছেদের বিরোধিতায়।
রেলের তরফ থেকে আগে বিরাটির (Birati) রেললাইনের পাশের হকারদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল রবিবার ৩০ নভেম্বরের মধ্যে এলাকা ছেড়ে দিতে। কিন্তু দোকান তুলে দিলে তাঁরা খাবেন কী, কীভাবে জীবিকাই বা নির্বাহ করবেন। এই আশঙ্কায় জমি ছেড়ে যাননি স্থানীয় হকাররা। রবিবার রেল পুলিশ (RPF) ও জিআরপি (GRP) ঘটনাস্থলে এলে তাঁদের বাধা দেন স্থানীয় হকাররা।
এরপরই ঘটনায় রাজনীতির রঙ লাগে। স্থানীয় তৃণমূল, কংগ্রেস ও সিপিআইএম এক সঙ্গে হকারদের সমর্থনে উচ্ছেদ প্রতিরোধ শুরু করে। আটকে রাখা হয় একটি হাবড়া লোকাল। দীর্ঘক্ষণ ব্যহত হয় বনগাঁ লাইনে লোকাল ট্রেন পরিষেবা।