৬ ডিসেম্বর অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। দিন-রাতের হবে এই টেস্ট। তবে তার আগে ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামার কথা ছিল ভারতের। দুদিনের এই ম্যাচ। কিন্তু বৃষ্টির জন্য বাতিল হয়ে যায় প্রথম দিনের ম্যাচ। প্রথম দিন খেলা না হওয়ায় পড়ে রইল একটি মাত্র দিন। রবিবার তাই ৫০ ওভারের ম্যাচ হবে। ভারতের ব্যাটার এবং বোলারেরা যাতে অনুশীলন করার সুযোগ পান, সেই জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের খেলা বাতিল হওয়ার পর স্টেডিয়ামে ৫০ ওভারের ম্যাচের কথা ঘোষণা করা হয়।
এদিন সকাল থেকেই আকাশের মুখভার ছিল ক্যানবেরায়। সকাল থেকে টানা বৃষ্টি। পরের দিকে সেটা কমলেও তবে ম্যাচ শুরু করার মতো পরিস্থিতি ছিল না। আম্পায়াররা মাঠে নেমে পরিদর্শন করেন। অবশেষে প্রথম দিনের ম্যাচ বাতিল করে দেওয়া হয়।
বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে ভারতীয় দল। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই টেস্টে ফিরছেন রোহিত শর্মা। অপরদিকে চোট সারিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন শুভমন গিল।
আরও পড়ুন- আইএসএল-এ প্রথম জয় পেয়ে কী বললেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো ?