আজ ঘরের মাঠে চেন্নাইয়ানের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য মোলিনার

0
4

আজ ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। আইএসএলে শনিবার ঘরের মাঠে নতুন লড়াই মোহনবাগানের। চেন্নাইয়ানকে হারালে ফের বেঙ্গালুরুকে পয়েন্টে ধরে ফেলে গোল পার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষস্থান পুনর্দখল করবে মোহনবাগান। কিন্তু মোহনবাগান কোচ জোসে মোলিনা পয়েন্টের ইঁদুরদৌড়ের মধ্যেও নিজেকে চাপমুক্ত রাখতে চাইছেন। একইভাবে ফুটবলাররাও নিজেদের খোশমেজাজে রাখছেন ম্যাচের আগে।

চেন্নাইয়ান ভাল শুরু করেও ধাক্কা খেয়েছে লিগে। শেষ ম্যাচে কোচিতে কেরলের কাছে তিন গোলে হেরে কলকাতায় এসেছে তারা। শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে চেন্নাইয়ান আরও একটা অ্যাওয়ে ম্যাচ তাদের। কিন্তু এবারের লিগে সব দল গায়ে গায়ে রয়েছে। ব্যবধান খুব কম। তাই চেন্নাইয়ানকে নিয়ে বাড়তি সতর্ক মোহনবাগান কোচ। স্বস্তির ব্যাপার গ্রেগ স্টুয়ার্ট, আশিস রাই ফিট হয়ে গিয়েছেন। দু’জনকেই এই ম্যাচে পাবে দল। প্রথম একাদশ বাছাটা চ্যালেঞ্জিং হলেও এই পরিস্থিতিটা উপভোগ করছেন মোহনবাগান কোচ। মোলিনা বলছেন, ‘‘স্টুয়ার্ট, আশিস ফেরায় আমার কাজটা কঠিন হচ্ছে। কারণ, কয়েকজনকে বেঞ্চে রাখতে হবে। তাতে অবশ্য কোনও সমস্যা হবে না। সমস্যা তখন হয়, যখন কোনও বিকল্প থাকে না। “

নিয়মিত অনুশীলনে রক্ষণ সংগঠনের উপর জোর দেন মোলিনা। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আগের ম্যাচে ক্লিনশিট রাখার পরেও স্প্যানিশ কোচ মনে করেন, চেন্নাইয়ানের বিরুদ্ধেও রক্ষণের পরীক্ষা হতে চলেছে। মোলিনার কথায়, ‘‘চেন্নাইয়ানের ফুটবলাররা ভাল। যে কোনও মুহূর্তে গোল করতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। প্রতিটি ম্যাচই আমাদের রক্ষণের জন্য চ্যালেঞ্জ।” রক্ষণে আশিস শুরু করবেন নাকি আগের ম্যাচে অনভ্যস্ত রাইট ব্যাকে ভরসা দেওয়া দীপেন্দু বিশ্বাসেই আস্থা রাখবেন, তা খোলসা করেননি বাগান কোচ। তবে গ্রেগ শুরু করলে ফের দিমিত্রি পেত্রাতোসকে হয়তো বেঞ্চে থাকতে হবে। মোহনবাগানের বিরুদ্ধে সব দলই উজ্জীবিত ফুটবল খেলে। চেন্নাইয়ানের দুই অ্যাটাকার উইলমার জর্ডন ও ড্যানিয়েল চিমাকে নিয়েও তাই সতর্ক মোলিনা।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস