লাগাতার তিন বছর ধরে সৎ মেয়েকে ধর্ষণ। পাশ থেকে সরে গিয়েছেন মা। তারপরেও লড়াই থামাননি নাবালিকা। সরকারি হোমে থেকেই নিজের পরিবারের বিরুদ্ধে লড়াই করে ছিনিয়ে আনলেন ন্যায় বিচার। আদালতের সব অপরাধ মিলিয়ে ধর্ষক সৎ বাবার ১৪১ বছরের কারাবাসের সাজা ঘোষণা কেরালার মঞ্জেরির (Manjeri) বিশেষ পকসো আদালতের (Special POCSO Court)।
তামিলনাড়ুর এই পরিবার কর্মসূত্রে কেরালার মলপ্পুরমে (Malappuram) উঠে আসে। সেখানেই নাবালিকার মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে লাগাতার নিয়মিতভাবে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ করতে থাকে অভিযুক্ত সৎ বাবা। ২০২১ সালে নাবালিকার মা ও এক বন্ধুর সহযোগিতায় পুলিশের দ্বারস্থ হয় সে। আদালত তাকে নির্ভয়া হোমে রেখে তদন্ত শুরুর নির্দেশ দেয়।
ইতিমধ্যে নাবালিকার মা নিজের বয়ান বদল করে সৎ বাবার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে। শুধুমাত্র বন্ধুর সাক্ষ্যর ভিত্তিতে চলতে থাকে তদন্তে। তদন্ত চলাকালীন হোম (Nirbhaya Home) থেকে মায়ের কাছে গিয়ে থাকার সুযোগ পায় একবার নাবালিকা। সেই সময়ও সৎ বাবা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ দায়ের করতে বাধা দেয় নাবালিকার মা।
অবশেষে বিশেষ পকসো আদালত (POCSO) সব অপরাধের জন্য সম্মিলিতভাবে ১৪১ বছরের সাজা ঘোষণা করে। সেই সঙ্গে জরিমানা ৭.৮৫ লক্ষ টাকা ধার্য করেন বিচারক এ এম আসরফ। তবে তার সাজাগুলির মধ্যে সর্বোচ্চ সাজা ৪০ বছরের হওয়ায় তাকে সর্বোচ্চ ৪০ বছর জেল খাটতে হবে।