বদলে গেল আবহাওয়া। শক্তি বাড়িয়ে আজই স্থলভাগে প্রবেশ করতে চলেছে ঘূর্ণিঝড় ফেনজল (Fengal Cyclone)। আর কয়েক ঘণ্টার মধ্যেই উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা, জানালো মৌসম ভবন (IMD)। ইতিমধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের বিক্ষিপ্ত প্রভাবে শীতের আমেজে নেমেছে বৃষ্টি (Rain)। আবহাওয়া অফিস (Weather Department) জানিয়েছে শনিবার বিকেলে আছড়ে পড়বে সাইক্লোন, এই সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৯০ কিলোমিটার। জারি লাল সতর্কতা।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে তামিলনাড়ুর মহাবলীপুরমের কাছে ফেনজল আছড়ে পড়তে চলেছে। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে সতর্কবার্তা জারি করা হয়েছে। সাইক্লোনের প্রভাবে বাংলার উপকূলে হালকা বৃষ্টি হবে। নিম্নচাপের প্রভাবে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে পারদ। যদিও এবারের প্রাকৃতিক দুর্যোগে বাংলায় দুর্ভোগের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।