সিপিএমের দ্বিচারিতা, কেরলের সমুদ্রবন্দর প্রকল্পে আদানিদের সঙ্গে নতুন করে চুক্তি!

0
1

একেই বলে সিপিএমের দ্বিচারিতা। একদিকে যখন আদানি ইস্যুতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সংসদে গলা ফাটাচ্ছে সিপিএম, ঠিক তখনই কেরলের প্রস্তাবিত ভিঝিনজাম আন্তর্জাতিক সমুদ্রবন্দর নিয়ে আদানিদের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হল সিপিএম সরকার। এই নতুন চুক্তির কথা ঘোষণা করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পি বিজয়ন নিজেই। সমুদ্রবন্দর নির্মাণের কাজ শেষ করার সময়সীমা আরও অনেক এগিয়ে আনতেই এই সাপ্লিমেন্টারি চুক্তি বলে জানিয়েছেন তিনি। প্রথমে কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ২০৪৫ সাল। নতুন চুক্তিতে সেই ডেডলাইন এগিয়ে নিয়ে আসা হল। কাজ শেষ করতে হবে ২০২৮-এর মধ্যেই। চুক্তি অনুযায়ী কাজ শুরু করতে হবে চলতি বছর অর্থাৎ ২০২৪-এর ডিসেম্বরেই। লক্ষ্যণীয়, কোভিড-অতিমারি এবং সাইক্লোন-বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রকল্পের কাজ দেরি হওয়ার জন্য ইতিমধ্যেই আদানি গোষ্ঠীকে ২১৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

সিপিএমের এই ধরনের দ্বিচারিতা নতুন কোনও ঘটনা না হলেও প্রতারণার অভিযোগে আদানির বিরুদ্ধে যখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং তা নিয়ে কংগ্রেসের সঙ্গে গলা মিলিয়েছে সিপিএমও, ঠিক তখনই কেরলের সিপিএম সরকারের এভাবে নতুন করে আদানিদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ঘটনায় স্তম্ভিত রাজনৈতিক মহল। সমালোচনার ঝড় তুলেছেন সাধারণ মানুষও। তাৎপর্যপূর্ণ বিষয়, আদানিদের এই বন্দর আগামী ৪ বছরে ১০,০০০ কোটি টাকা বিনিয়োগের পথ সুগম করবে বলে দাবি করা হয়েছে। অর্থাৎ, একটা বিষয় স্পষ্ট, একদিকে আদানিদের সমালোচনা করে নিজেরা সাধু সাজতে চাইছে সিপিএম, একইসঙ্গে মানুষকে বিভ্রান্ত করে, নজর অন্যদিকে ঘুরিয়ে দিয়ে তলেতলে হাত মেলাচ্ছে সেই আদানির সঙ্গেই! পরিস্থিতির সুযোগ নিয়ে আদানিদের উপর চাপ সৃষ্টি করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে সিপিএম।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.