সিকিমের রংপোয় (Rongpo) ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল যাত্রীদের। অন্তত পাঁচ যাত্রীর দেহ উদ্ধার করতে পেরেছে স্থানীয় মানুষ ও বিপর্যয় মোকাবিলা দফতর। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। সিকিম-বাংলা সীমান্তে এই দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছায় সিকিম পুলিশ (Sikkim police) ও কালিম্পং পুলিশ (Kalimpong police)। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা।
শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী বাসটি শনিবারই গ্যাংটক (Gangtok) রওনা দেয়। কিন্তু পথেই রংপোর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তিস্তায় (Teesta river)। অটল সেতু (Atal bridge) ভেঙে বাসটি পড়ে যায় নদীতে। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ উদ্ধারকাজে হাত লাগায়। বাসটিতে প্রায় ৩০জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে আহত অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়।