নেশামুক্তির কেন্দ্রে পিটিয়ে ‘খুন’! পলাতক বারুইপুরের সংস্থার কর্মীরা

0
1

নেশামুক্তি কেন্দ্র থেকে হাসপাতালনে ভর্তি হওয়া যুবকের মৃত্যুর জেরে রণক্ষেত্র বারুইপুরের (Baruipur) ১৫ নম্বর ওয়ার্ড এলাকা। পরিবারের দাবি ওই কেন্দ্রে অত্যধিক মারের জেরে তাঁদের পরিবারের যুবকের মৃত্যু হয়। এরপরই ওই কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায় পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ (Baruipur poice) গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর থেকেই পলাতক ওই কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মী বা মালিকপক্ষ।

বারুইপুরের প্রায় দশ বছর ধরে চলা ওই নেশামুক্তি কেন্দ্রে (wellness centre) আবাসিকদের মারধরে অভিযোগ দীর্ঘদিনের। হাসপাতাল লাগোয়া এই কেন্দ্রে বছর দেড়েক আগে ভর্তি করানো হয় দক্ষিণ গড়িয়ার (South Garia) বাসিন্দা সৌরভ মণ্ডল নামে এক যুবককে। সেখানেই শুক্রবার সকাল থেকে সে অসুস্থ হয়ে পড়ে বলে বারুইপুর হাসপাতাল সূত্রে জানা যায়। সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করে কেন্দ্রের কর্তৃপক্ষ। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।

এরপরই এই খবর পেয়ে পরিবারের লোকেরা চড়াও হয় ওই নেশামুক্তি কেন্দ্রে। অভিযোগ তোলা হয় মারধরের জেরে মৃত্যু হয়েছে সৌরভের। ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁদের তদন্তের আশ্বাসে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়। এরপরই ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দাবি করেন ওই কেন্দ্র নিয়ে আগেও অনেক অভিযোগ উঠেছে। সেই সঙ্গে প্রায়ই সেখানে মারধর ও কান্নাকাটির আওয়াজ পান স্থানীয়রা, এমনটাই অভিযোগ। গোটা ঘটনায় ওই কেন্দ্রের মালিক ও কর্মচারীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।