বাংলার মাটিতে বিশ্বের ছবি। শহরের বুকে সিনেমার মেলা। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (30th Kolkata International Film Festival)। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার রবীন্দ্র সদনে KIFF-এর সাংবাদিক বৈঠকে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) জানান যে এই বছর সিনে উৎসবে ১২৭টি ফিচার ফিল্ম এবং ৪৮টি শর্ট ফিল্ম দেখানো হবে। মোট ১৬ ক্যাটাগরিতে ২৯০টি শো থাকবে যার প্রদর্শন হবে ২০টি ভেন্যুতে। এবছর কিফের (KIFF) থিম সং তৈরি এবং তার সৃজনশীল ভাবনার নেপথ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। গানের ভিডিওতে যেভাবে সত্যজিতের ক্যানভাস থেকে রবীন্দ্র সাহিত্যের সিনে রূপ ধরা পড়েছে তা এক কথায় অসামান্য।
এবছরের কিফের থিম সং- এর ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী নচিকেতা। তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এদিন একসপ্তাহ-ব্যাপী আয়োজিত হতে চলা সিনেমার বিভিন্ন ক্যাটেগরির কথা জানানোর পাশাপাশি তপন সিনহার প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি দেওয়ার কথাও জানান। উপস্থিত ছিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন গৌতম ঘোষ, কিফ সেক্রেটারি শান্তনু বসু, অভিনেতা অর্জুন চক্রবর্তী। বীরবাহা প্রান্তিক সিনেমার অংশগ্রহণের সুযোগের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও কিফ অথোরিটিকে ধন্যবাদ জানান।
এবছরের ফোকাস কান্ট্রি ফ্রান্স (France)। কিফের (KIFF) অংশ হতে পেরে খুশি ফরাসি পরিচালক নিকোলাস ফ্যাসিও। এদিন উৎসবের লোগো উন্মোচনের পাশাপাশি রয়াল বেঙ্গল টাইগার ট্রফিও প্রকাশিত হয়। এবছরে বিদেশী ভাষার ছবির পাশাপাশি, বেঙ্গলি প্যানোরমা, ইন্ডিয়ান সিনেমার প্রতিযোগিতা থাকছে।
আগামী ৪ তারিখ আলিপুরের ধনধান্য অডিটরিয়ামে ৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে তপন সিনহাকে শ্রদ্ধা জানিয়ে ‘গল্প হলেও সত্যি’ দেখানো হবে। এছাড়াও সেন্টিনারি ট্রিবিউট দেওয়া হবে মারলন ব্রান্ডো,হরিসাধন দাসগুপ্ত, মহম্মদ রফি, তালাত মেহমুদ, মদনমোহনকে। বিশেষ ট্রিবিউট দেওয়া হবে মনোজ মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী, কুমার সাহানি-সহ প্রয়াত বিশিষ্টদের। অন্যান্য বছরের মতো এবারেও থাকছে সিনে আড্ডা। প্রতিদিন সন্ধ্যায় একতারা মুক্তমঞ্চে গান, সিনেমা, নাটক সংক্রান্ত একাধিক আলোচনা চলবে। নন্দন, রবীন্দ্র সদন, নজরুল তীর্থ, রাধা স্টুডিও সহ ২০টি প্রেক্ষাগৃহে ৫ ডিসেম্বর থেকে সিনেমা দেখার মজা শুরু।