বৃহস্পতিবার রাতে ডায়লিসিস চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই মৃত্যু হল কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর ও বরো চেয়ারপার্সন দীপু দাস ঠাকুরের। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর এবং বরো চেয়ারপার্সন দীপু দাস ঠাকুরের প্রয়াণে শোকাহত। আমাদের দলের প্রাক্তন কাউন্সিলর প্রয়াত দুলাল দাস ঠাকুরের স্ত্রী এবং বর্তমান কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরের মা ছিলেন তিনি। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।” যাদবপুর বিধানসভা কেন্দ্রের ১০৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পুরমাতা ছিলেন দীপু দাস ঠাকুর। দলের নেতা–কর্মী–সমর্থকরা বাড়িতে ভিড় করেছেন। কলকাতা পুরসভার মেয়র পারিষদদের মধ্যেও বহু মানুষ শোকপ্রকাশ করেছেন।
Saddened by the demise of our former KMC Councillor and Borough Chairperson Dipu Das Thakur. She had been wife of our former Councillor late Dulal Das Thakur and mother of our present Councillor Arijit Das Thakur.
I convey my condolences to the bereaved family and the…
— Mamata Banerjee (@MamataOfficial) November 29, 2024