R G Kar দুর্নীতি মামলা: আলিপুর আদালতে প্রথম চার্জশিট CBI-এর

0
2

আর জি করের (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের চার্জশিট জমা আগেই দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার, আলিপুর আদালতে হাসপাতালের দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল CBI। প্রথম চার্জশিটে রয়েছে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)-সহ মোট পাঁচজনের নাম।

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) ডাক্তার-ছাত্রীর নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার তদন্তে নেমে অভিযোগ ওঠে হাসপাতালের দুর্নীতিরও। আদালতের নির্দেশে সেই ঘটনারও তদন্ত ভার গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। তদন্তে নেমে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে CBI। এর পরে বিপ্লব সিনহা, আফসার আলি এবং সুমন হাজরাও ধরা পড়েন। আফসর ছিলেন সন্দীপের নিরাপত্তারক্ষী। নানা হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করতেন বিপ্লবের সংস্থা। সুমন হাজরার ওষুধের দোকান। সেখানেও তল্লাশি চালানো হয়।

সন্দীপদের গ্রেফতারের পরে প্রায় তিনমাসের মধ্যে চার্জশিট পেশ করছে সিবিআই। ধৃতদের বিরুদ্ধে হাসপাতালে টেন্ডার দুর্নীতি, মেডিক্যাল বর্জ্য নিয়ে আর্থিক অনিয়ম, হাসপাতলের মর্গেও একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। তদন্তের পর পাঁচজন অভিযুক্ত ও তিনটি সংস্থার বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই।