বিরোধীদের দিকে আঙুল তোলা বিজেপির রাজ্যেই ফের প্রকাশ্য আকাশ ছোঁয়া। মোদিরাজ্যেই ধরা পড়ল ৬০০০ কোটি টাকারও বেশি পনজি স্কিম বা ভুয়ো বিনিয়োগ প্রকল্প। প্রতারণা করার এই বিশাল ফাঁদ পাতার নেপথ্যে আসল মাথা বিজেপিরই (BJP) এক নেতা। বেগতিক দেখে তিনি এখন বেপাত্তা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজের রাজ্যে তাঁরই দলের নেতার এমন ভয়ঙ্কর দুর্নীতি রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।
নিজেদের অনৈতিক কাজ ধামা চাপা দিতে কথায়-কথায় বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির আওয়াজ তোলে বিজেপি (BJP)। মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করে বিরোধীদলের নেতাদের। এবারে মোদিরাজ্যেই ফাঁস হয়ে গেল বিজেপি নেতার কুকীর্তি। ধরা পড়ল ৬০০০ কোটি টাকারও বেশি পনজি স্কিম বা ভুয়ো বিনিয়োগ প্রকল্প। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উত্তর গুজরাটের সবরকান্থা জেলা থেকেই সারারাজ্যে এবং তার বাইরের বিভিন্ন এলাকায় অপারেট করা হত এই লোকঠকানো ব্যবসা। এর পর্দাফাঁস করে দেয় CID।
শুধু পর্দাফাঁস করে দিল বললে কম বলা হয়, বেআব্রু করে দিল মোদির নিজের রাজ্যে তাঁর দল বিজেপির আসল চেহারাটাও। স্পষ্ট হয়ে গেল, কেন্দ্রে এবং রাজ্যে দীর্ঘদিন ধরে শাসন-ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে কেমন করে আমজনতাকে ঠকিয়ে চলেছে বিজেপির একশ্রেণির নেতা-কর্মী। তদন্তের যতই গভীরে ঢুকছে সিআইডি ততই উঠে আসছে গেরুয়া শিবিরের দুর্নীতির ছবি।