BGBS-র প্রস্তুতি বৈঠক। শুক্রবার, সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে বৈঠকে শিল্পক্ষেত্রের তারকা সমাবেশ। আর সেখানে তাবড় শিল্পপতিরা জানালেন, লগ্নির গন্তব্যে সেরা বাংলা। তৃণমূল সরকারের ঢালাও প্রশংসা করেন রাজ্যে তথা দেশের শীর্ষ শিল্পপতিরা। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja), ফিরহাদ হাকিম (Firhad Hakim), অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন (Indranil Sen), সুজিত বসু। ছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandapadhyay), অমিত মিত্র, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ উচ্চ পদস্থ আমলারা। শিল্পপতিদের মধ্যে ছিলেন গোয়েঙ্কা শিল্প গোষ্ঠীর সঞ্জীব গোয়াঙ্কা, অম্বুজা গোষ্ঠীর হর্ষ নেওটিয়া, রিলায়েন্সর তরুণ ঝুনঝুনওয়ালা, চর্মশিল্পের জুনেজা, ইউনিভার্সল সাকসেসের প্রসূন মুখোপাধ্যায়, সঞ্জীব পুরী, সত্যম রায় চৌধুরী, বিভিন্ন দেশে কনসুলেট জেনারেল ও দূতাবাসের প্রতিনিধিরা। মমতার পাশেই ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ছিলেন চিত্র পরিচালক গৌতম ঘোষ। এবারের শিল্প সম্মেলনের উদ্বোধনী সঙ্গীতও লিখেছেন মমতা।
আগামী বছর ফেব্রুয়ারির ৫-৬ তারিখ শিল্প সম্মেলন BGBS। আমেরিকা, জাপান-সহ বিভিন্ন দেশ ইতিমধ্যেই বাংলায় লগ্নিতে আগ্রহ দেখিয়েছে। বৈঠকে জানান সেই দেশের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী জানান, BGBS-এ আসবেন ভূটানের প্রধানমন্ত্রী। দেশের মধ্যে এমএসএমই এবং বড় শিল্পে এগিয়ে বাংলা। বারবার পরিসংখ্যানে তা প্রমাণিত। পর্যটন শিল্পে রাজ্যে অভানীয় উন্নতি। হোম স্টে-তে বাংলাকে এখন অনুসরণ করছে অন্য রাজ্য।
রাজ্যে শিল্পস্থাপনে বিনিয়োগ করেছেন সৌরভ। তিনি জানান, তাঁর ইস্পাত কারখানার কাজ চলছে। সৌরভ বলেন, তৃতীয় স্টিল প্ল্যান্টটি আসছে। আমি এই স্টিল প্ল্যান্টের পার্টনার। এক বছরের মধ্যে উৎপাদন শুরু হবে।
সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ২২টি রাজ্যে ব্যবসা করছি। তবে, বাংলায় সুস্থ পরিবেশে ব্যবসা করা যায়।
প্রসূন মুখোপাধ্যায় বলেন, বাংলার সবচেয়ে বড় সুবিধা হল সরকারের স্থায়িত্ব ও রাজনৈতিক স্থিতিশীলতা। যেকারণে শিল্পোদ্যোগীরা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারছেন।
এর আগে বিভিন্ন অনুষ্ঠানের জন্য গান লিখেছেন মুখ্যমন্ত্রী। এবারের শিল্প সম্মেলনের উদ্বোধনী সঙ্গীতও লিখলেন মমতা। “এই পৃথিবী একটাই দেশ”- গানটি দিয়েই শুরু হবে এবারের BGBS। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং-ও মুখ্যমন্ত্রীর ভাবনায় তৈরি।