চিন্ময় দাসের স্বচ্ছ বিচার দাবি: বাংলাদেশের ‘ব্যক্তি বিচার’ বক্তব্যের পাল্টা ভারত

0
2

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং বিচার, বাংলাদেশের (Bangladesh) এই দাবির পাল্টা চিন্ময়ের স্বচ্ছ নিরপেক্ষ ও সুবিচার দাবী জানালো ভারতের বিদেশ মন্ত্রক। শুক্রবার সাংবাদিক বৈঠকে ভারতের অবস্থান আবার স্পষ্ট করে দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র (MEA spokesperson)  রণধীর জয়সওয়াল।

চাপের মুখে ইসকনের (ISKCON) উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত যাবতীয় নীতি স্পষ্ট করেছেন বাংলাদেশের সচিবরা। ইসকনের সঙ্গে তাদের কোন বিরোধ নেই, দাবি মিডিয়া সচিবের। অন্যদিকে আবহাওয়া, অরণ্য ও জলবায়ু পরিবর্তন সচিবের দাবি কোন সংগঠনের সঙ্গে কোন ব্যক্তির বিচার প্রক্রিয়া মিলিয়ে ফেলা হবে না। চিন্ময় দাসের গ্রেফতারিকে ইসকনের থেকে আলাদা ইস্যু হিসাবে দেখিয়েছিলেন তিনি। বাংলাদেশের সেই দাবির উপর ভিত্তি করে এবার চিন্ময় দাসের বিচার প্রক্রিয়া স্বচ্ছ নিরপেক্ষ ও সুবিচারের দাবি জানালো বিদেশ মন্ত্রক(MEA)।

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু মানুষের ওপর অন্তর্বর্তী সরকারের (inteeim government) জমানায় কোন হামলা হয়নি বলে যে দাবি মিডিয়া সচিবের। পাল্টা সংখ্যালঘু ও হিন্দুদের যাবতীয় দায়িত্ব বাংলাদেশ সরকারকে নেওয়ার জন্য চাপ বাড়ালো ভারতের বিদেশ মন্ত্রক। সেই সঙ্গে ধর্মীয় মৌলবাদীদের যে ধরনের বক্তব্যে বাংলাদেশে সংখ্যালঘুদের মধ্যে সন্ত্রাসের আবহ তৈরি হচ্ছে সেগুলি কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে তা নিয়েও ভারত কড়া নজরদারি চালাবে বলে জানানো হয়। সেই সঙ্গে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বন্ধ করা নিয়ে বাংলাদেশ সরকারের ওপর চাপ বাড়ানোরও বার্তা দেওয়া হয়। তবে সীমান্ত বাণিজ্য (border trade) কোনোভাবেই বন্ধ থাকবে না তা নিয়েও আশ্বস্ত করা হয় বিদেশ মন্ত্রকের তরফে।